আ.লীগ নেত্রী রাহিমা বেগম গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী ও সাবেক ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) রাহিমা বেগমকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার সন্ধ্যায় মাদারবুনিয়ার নিজ বাড়ি থেকে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
ডিবি পুলিশের ওসি মোহাম্মদ জসিম উদ্দিন যুগান্তরকে জানান, আটক রাহিমা বেগমের বিরুদ্ধে ফেসবুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগ রয়েছে। এছাড়াও পটুয়াখালী সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হলে থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। আদালত শুনানি শেষে রাহিমা বেগমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
