হাসিনার ফাঁসির রায় শুনে শহীদ নজিবুলের মা
পৃথিবীতে আজ আমি সবচেয়ে বেশি খুশি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই ছাত্র-জনতার আন্দোলনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা রতনপুরের শ্যালোমেশিন মেকার আব্দুল মজিদুল সরকারের বড় ছেলে নজিবুল সরকার বিশাল শহীদ হন।
ছেলের মৃত্যুর পর থেকেই আজকের দিনটার জন্য অপেক্ষায় ছিলাম বলে জানান শহীদ বিশালের মা মোছা. বুলবুলি খাতুন।
তিনি বলেন, যে নারীর (হাসিনা) জন্য আমার প্রিয় সন্তান আমার বুক থেকে কেড়ে নিয়েছে- সরকারের আইন তারও মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। পৃথিবীতে আজ আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি হাসিনার ফাঁসির রায় শুনে।
