Logo
Logo
×

সারাদেশ

পটুয়াখালী কারাগারে সাবেক চেয়ারম্যানের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

পটুয়াখালী কারাগারে সাবেক চেয়ারম্যানের মৃত্যু

পটুয়াখালী জেলা কারাগারে বড়বিঘাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু জাফর (৫৫) মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে তিনি মারা যান।

তার মৃতদেহ আইনি কার্যক্রমের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেলা কারাগারের কর্মকর্তা মো. আব্দুর রব মিয়া জানান, দুপুর ১টার দিকে আবু জাফর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা সামান্য স্থিতিশীল মনে হলেও পরে অবস্থা খারাপ হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছার কিছু সময়ের মধ্যেই দুপুর ২টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া এগোতে শুরু করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মৃতের পরিবার ও স্বজনরা অভিযোগ করেছেন, দুপুর ১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ পরিবারের কাছে সময়মতো খবর না জানালে তারা আহত ও ক্ষুব্ধ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে জেলা কর্তৃপক্ষকে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন; ভিড় নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে জানানো হয়- গত ১৬ নভেম্বর তারা কারাগারে আবু জাফরের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তখন তিনি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে আবু জাফরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মৃতের ময়নাতদন্তের অপেক্ষায় লাশ রাখা হয়েছে; আইনগত প্রক্রিয়া ও তদন্ত প্রয়োজনীয়তা অনুসারে এগোবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম