খুনি হাসিনার রায় দ্রুত কার্যকরের দাবিতে মিছিল
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের রায় অনতিবিলম্বে দ্রুত কার্যকর করার দাবিতে টাঙ্গাইলে মিছিল করেছেন ছাত্র-জনতা।
সোমবার রাতে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় বিপুল সংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
