‘শাপলা চত্বর হত্যাযজ্ঞসহ সব গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়’
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি নাটোরের সন্তান মো. ইব্রাহিম হোসেন রনি সোমবার সন্ধ্যায় নাটোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি শহীদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় ভিপি ইব্রাহিম হোসেন রনি ছাড়াও বক্তব্য রাখেন- নাটোর জামায়াতের জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, জামায়াত মনোনীত নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, নাটোর প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি ফারাজী আহমেদ রফিক বাবন ও এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান প্রমুখ।
এর আগে বিকালে প্রেস ক্লাবের সামনে নাটোর জেলা স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটি ভিপির রনির সংবর্ধনার আয়োজন করে সেখানে প্রতিষ্ঠানের সভাপতি মো. জাহিদ হাসানের সভাপতিত্বে ও আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে রনি বক্তব্য রাখেন।
চাকসু ভিপি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গত ৫ মে শাপলা চত্বরসহ সব হত্যাযজ্ঞের বিচার করতে হবে। সব গুম, হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। গুম, খুন, হত্যাসহ সব অন্যায়ের বিচার করতে হবে। আমরা আর কোনো বাবা-মায়ের চোখে পানি দেখতে চাই না। বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব ছাত্রছাত্রী বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের পুনর্বাসন করতে হবে। কিন্তু সরকার কারো ইশারায় এখনো তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। অন্তর্বতীকালীন সরকার বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
