Logo
Logo
×

সারাদেশ

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা গ্রেফতার

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:০৪ এএম

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা গ্রেফতার

প্রতীকী ছবি

বরিশালে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়া ১০ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৭ নভেম্বর) মাসুমকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠান। মাসুম একাধিক মামলার আসামি। 

রোববার রাতে নগরীর ভাটারখাল এলাকায় মাসুমের বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়। 

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বুধবার রাতে মামলার এজাহারভুক্ত আসামি মাসুমকে গ্রেফতার করতে গেলে পুলিশ সদস্যকে আহত করে পালিয়ে যান মাসুম। সে সময় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেন নানীবুড়ি ফাঁড়ির এটিএসআই মাহাবুব। বুধবার রাতে চারজনকে গ্রেফতার করা গেলেও পালিয়ে যান মাসুম। 

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ব্যক্তির অপরাধ দল নেবে না। বিষয়টি আমি কেন্দ্রীয় ছাত্রদলকে জানিয়েছি। মাসুমকে দ্রুত দল থেকে বহিষ্কার করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম