মাদক পাচারের অভিযোগে মিয়ানমারের যুবক আটক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৩ এএম
আটক সুনিঅং তঞ্চঙ্গ্যা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের হাতিমারাপাড়া পাহাড় এলাকা থেকে সোমবার মাদক পাচার ও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সুনিঅং তঞ্চঙ্গ্যা নামে মিয়ানমারের এক যুবককে আটক করেছে পুলিশ।
তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের কালারডেবার আখিয়াব এলাকার বাসিন্দা অংছিপু তঞ্চঙ্গ্যার ছেলে।
পুলিশ জানায়, ওই যুবক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের সদস্যের সহযোগিতায় মাদক পাচার কাজে যুক্ত ছিলেন। তার সঙ্গে ঘুমধুমের বাসিন্দা পুনাউ তঞ্চঙ্গ্যার ছেলে মংগ্যা তঞ্চঙ্গ্যা ও সোনাইছড়ি ইউনিয়নের হাতিমারা পাড়ার বাসিন্দা লংটু অংয়ের ছেলে লাইক্য মং তঞ্চঙ্গ্যার পরিচয় রয়েছে।
ওসি মাসরুরুল হক জানান, আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদক চক্রের বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।
