শেখ হাসিনার ফাঁসির রায়
মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
ঢাকা-আরিচা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সাভারের রাজফুলবাড়িয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আতঙ্কে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর রাতে সাভার উপজেলাধীন রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিলে টায়ার জ্বালিয়ে হাসিনার রায়ের বিরুদ্ধে এ বিক্ষোভ প্রদর্শন করে।
পরবর্তীতে পুলিশের টহল টিম সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় টহল সদস্যরা এলাকাবাসীর সহায়তায় জলন্ত টায়ারে পানি দিয়ে নিভিয়ে টায়ার গুলি সরিয়ে ফেলে এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পতিত আওয়ামী লীগের পলাতক দুই ভাই ও আওয়ামী লীগ নেতা সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান রাজিব ও সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সমরের অনুসারীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
মন্জুরুল আলম রাজীব মঙ্গলবার (১৮ নভেম্বর) তার ফেসবুকে এই আগুন জ্বালানোর একটি লাইভ পোস্ট দিয়ে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে অবৈধ ইউনুসের ক্যাঙ্গারু কোর্টের রায়ের প্রতিবাদে সাভার উপজেলার ফুলবাড়িয়াতে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভকারীদের লাঠি সোটা নিয়ে নেচে নেচে জয় বাংলা শ্লোগান দিতে দেখা যায়।
এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে থানার কেউ কল রিসিভ করেন নি। তবে গোয়েন্দা সংস্থার একটি সূত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

