পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল।
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় মিছিলটি বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্বে ছিলেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু।
স্থানীয় সূত্র জানায়, মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অংশ নেন। তবে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই পুলিশের সামনে জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রকাশ্য মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনীতিকরা হতবাক হয়ে পড়েন। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও বিতর্কিত করেছে।
শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিক এই মিছিল বের হয়।
সিরাজদিখান থানার ওসি আবু বকর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিল, তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত পালিয়ে যায়।
উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয়। বিচার প্রক্রিয়া শেষে সোমবার (১৭ নভেম্বর) হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

-691c379fda26a.jpg)