Logo
Logo
×

সারাদেশ

স্বামীর বাইক থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

Icon

চুয়াডাঙ্গা ও দামুড়হুদা প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

স্বামীর বাইক থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাচির লাশ দেখতে যাওয়ার পথে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিউটি খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চিৎলা-আইন্দিপুর সড়কের খাজা বাবার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিউটি খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

স্বামী মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামে আমার স্ত্রীর মেজো চাচি মারা যান। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে সেখানে রওনা দিই। সকাল ৭টার দিকে আলমডাঙ্গার চিৎলা-আইন্দিপুর সড়কের খাজা বাবারমোড় এলাকায় পৌঁছলে আমার স্ত্রী বিউটি খাতুন (৪৫) মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

তিনি আরও বলেন, সম্ভবত মোটরসাইকেলের পেছনে বসে বিউটির ঘুমঘুম ভাব হচ্ছিল। এ কারণে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের ডা. তারেক জুনায়েদ তাকে মৃত বলে ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম