ভেড়ামারায় নৌকাডুবিতে প্রাণ গেল দুইজনের
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
মৃত আব্দুর রশিদ ও মামুন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার ভেড়ামারায় ছোট মাছ ধরার ডুঙ্গা নৌকায় কৃষিকাজের উদ্দেশে পদ্মা নদী পারাপারের সময় নৌকাডুবিতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ভেড়ামারার বাহাদুরপুরের কাছে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আ. গফুরের ছেলে আব্দুর রশিদ (৫৮) ও মৃত শরাফত হোসেনের ছেলে মামুন (২৮)।
বেঁচে ফেরা শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মামুনের জমিতে আমরা আখ লাগানোর জন্য রওনা দিয়েছিলাম। পদ্মা নদীতে জেগে ওঠা চরেই জমি। যাতায়াতের জন্য ছোট ডুঙ্গা নৌকা ব্যবহার করা হয়। ৪ জন পার হচ্ছিলাম। কিছুদূর যাওয়ার পর হঠাৎ নৌকা সামান্য কাত হয়ে পানি উঠতে থাকে। তারপর কিছু বুঝে ওঠার আগেই নৌকাটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, আমরাও নদী পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলাম। ওদের পরেই আমরা যাব কিন্তু ওরা কিছুদূর যেতেই নৌকাটা হঠাৎ ডুবে যায। এ সময় তাদের উদ্ধারে আমরা কয়েকজন ঝাঁপ দেই। এর মধ্যে সবাইকে উদ্ধার করতে পারলেও হাসপাতালে নেওয়ার পথে মামুন ও রশিদের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম রনি বলেন, দুর্ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই। এমন মৃত্যু খুবই মর্মান্তিক। নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
