Logo
Logo
×

সারাদেশ

নলছিটির শিক্ষক আবদুর রহমান আর নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম

নলছিটির শিক্ষক আবদুর রহমান আর নেই

সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুর রহমান আর নেই। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে আমেরিকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবদুর রহমান ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন।

শিগগিরই মরহুমের মরদেহ দেশে আনা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নলছিটিতে প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম