Logo
Logo
×

সারাদেশ

শয়ন ঘরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ, ডায়েরিতে মিলল চিরকুট

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

শয়ন ঘরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ, ডায়েরিতে মিলল চিরকুট

বগুড়ার শাজাহানপুরে শয়ন ঘর থেকে তুষার কুমার (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার রহিমাবাদ বি-ব্লক এলাকার ভাড়া বাসার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ সময় ঘরে থাকা তার ডায়েরির ভেতরে পাওয়া চিরকুটে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

পুলিশ ও এলাকাবাসী জানান, তুষার কুমার নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্বমাধবনগর গ্রামের কৃষ্ণ চন্দ্র বাঁশফোরের ছেলে। তার বাবা বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী। চাকরির সুবাদে তারা গত ১৩ বছর বগুড়ার শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।

তুষার বগুড়া সরকারি আজিজুল হক কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তুষারের মা রমা রানী ৫-৬ দিন আগে জয়পুরহাটে বাবার বাড়িতে যান। এরপর তুষার ও তার বাবা কৃষ্ণ চন্দ্র বাঁশফোর বাসায় ছিলেন।

কৃষ্ণ চন্দ্র মঙ্গলবার সকাল ৬টার দিকে ছেলে তুষারকে বাড়ির প্রধান ফটক লাগিয়ে দিতে বলে কর্মস্থলে যান। বাড়িতে কেউ না থাকায় তিনি শয়ন ঘরে ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন।

অন্যদিকে মা রমা নারী মঙ্গলবার সকাল থেকে ছেলে তুষারকে ফোনে পাচ্ছিলেন না। তিনি বিষয়টি ফোনে স্বামীকে অবহিত করেন। এরপর কৃষ্ণ চন্দ্র বাড়িতে গিয়ে ছেলে তুষারের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে বেলা দেড়টার দিকে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় আড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধারের সময় তুষারের ডায়েরির ভেতর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

পরিবারের সদস্যদের ধারণা, তিনি কোনো কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, কলেজছাত্রের আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য দেওয়া হয়েছে। তবে ঘর থেকে চিরকুট পাওয়ার ব্যাপারে তিনি অবগত নন বলে জানিয়েছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম