Logo
Logo
×

সারাদেশ

২২ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

২২ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

‎দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে ২২ দিন পর ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে মঙ্গলবার বিকাল থেকে। এই উৎপাদন শুরু হয়েছে ১ নম্বর ইউনিট সচল করার মাধ্যমে। এই ইউনিট থেকে মিলবে ২৪ ঘণ্টায় মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ।

যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনে অচলাবস্থা দীর্ঘদিন ধরে চলছে। যে কারণে অন্য দুটি ইউনিটও বন্ধ রয়েছে।

বলা হয়েছে- যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি ইউনিট অচল হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন আর হচ্ছিল না। ফলে বড়পুকুরিয়া থেকে কোনো বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হয়নি।

৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বশেষ মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে আসছিল; কিন্তু ওই ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন ২৭ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায়।

‎জানা গেছে, সমস্ত যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠতে আগামী জানুয়ারি মাস পর্যন্ত সময় লাগতে পারে। ইতোমধ্যে চীনা বিশেষজ্ঞদের সঙ্গে কথা-বার্তা চলছে।

‎৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক এ তাপবিদ্যুৎ কেন্দ্রে ইউনিট রয়েছে মোট ৩টি। যার মধ্যে এক এবং দুই নাম্বার ইউনিট ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এবং তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতার। এর মধ্যে ২০২০ সালে ১২৫ মেগাওয়াট উৎপাদনের ২ নম্বর ইউনিট একেবারে বন্ধ হয়ে গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম