দুপক্ষের সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার দাফনের পর বিক্ষোভ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাবুগঞ্জে পলাতক ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় মিষ্টি বিতরণ ঘিরে দুপক্ষের সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা রবিউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। দাফনের পরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদ আসর মরহুম ছাত্রদল নেতা রবিউল ইসলামের জানাজা আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
লাশ দাফন শেষে উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগ ছাত্রদলের সহ-সভাপতি রবিউলের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয়রা জানান, ১৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগরপুর ইউনিয়নে ছাত্রদল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন। ওই মিষ্টি বিতরণে ছাত্রদলের সহ-সভাপতি রবিউলের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতা আউয়াল হোসেন, মো. রাসেল এবং মো. শাকিলের মধ্যে বাগবিতণ্ডার ঘটনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র সরকার বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
