চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী রিভিউয়ের দাবি
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুর-২ আসনে সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী রিভিউয়ের দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। প্রার্থী রিভিউ করে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমকে এ আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
বুধবার রসুলপুর হাজী চাঁন বক্স সরকার দাখিল মাদ্রাসা মাঠে চাঁদপুর মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসভায় তারা এ দাবি জানান।
যদিও এই জনসভা ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে’ আয়োজন করা হয়েছিল; কিন্তু জনসভায় চাঁদপুর-২ আসনে প্রার্থী রিভিউয়ের দাবিতে ফেস্টুন ও ব্যানারে ছেয়ে যায়। এছাড়া জনসভায় চাঁদপুর জেলা বিএনপির দলীয় প্রার্থী রিভিউয়ের দাবি জানান বিএনপির নেতারা।
এ সময় তারা পুনর্বিবেচনা করে চাঁদপুর-২ আসনে শামীমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। সরকার মাহবুব আহমেদ শামীমের হাজার হাজার কর্মী ও সমর্থকরা রিভিউয়ের দাবিতে বিভিন্ন স্লোগানে জনসভা প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।
জনসভা শেষে নেতাকর্মীরা বিশাল একটি মিছিল বের করেন। মিছিলটি রসুলপুর হাজী চাঁন বক্স সরকার দাখিল মাদ্রাসা মাঠ থেকে সাহেববাজারে গিয়ে শেষ। মিছিলে নেতাকর্মীরা চাঁদপুর-২ আসনে রিভিউয়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, আমি আপনাদের কষ্টের কথা বুঝি। মতলবের সবার দাবি প্রাথমিক মনোনয়নের রিভিউ হোক। পুনর্বিবেচনা হোক।
শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা আপনাদের কাছে যথাযথভাবে পৌঁছায়নি। আপনারা মতলবে আসুন, জনগণের ভাষা ও তাদের চাওয়াকে মূল্যায়ন করুন। নয়তো এ আসন হাতছাড়া হয়ে যেতে পারে। আমরা কোনোভাবেই এ আসন হাতছাড়া করতে চাই না। জনগণের প্রত্যাশার মূল্যায়ন করে প্রার্থী তালিকা রিভিউ করুন, ইনশাআল্লাহ বিপুলভাবে এ আসনে বিজয় ছিনিয়ে আনব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুগত্য প্রকাশ করে শামীম বলেন, আমি আপনার নির্দেশনা অনুযায়ী মাঠে আছি। আপনার নির্দেশনা মেনে ধানের শীষের পক্ষে কাজ করব। তবে জনগণের প্রতি আমরা দায়বদ্ধ। জনগণের চাওয়াকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। জনগণ চাঁদপুর-২ আসনে রিভিউ চান।
চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেনের সভাপতিত্বে জনসভায় মতলব উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহজাহান সরদার, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু প্রমুখ বক্তব্য রাখেন।
