নাজিরপুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এনজিও
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরের নাজিরপুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে একটি এনজিও। এ ঘটনায় বুধবার (১৯ নভেম্বর) ভুক্তভোগীরা ওই এনজিওটির অফিসের সামনে অবস্থান নেয়া সহ থানায় অভিযোগ দায়ের করেন।
থানায় দেয়া অভিযোগ ও ভুক্তভোগীদের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল বাসষ্ট্যান্ড সংলগ্ন চরখোলা এলাকায় ‘রুপকল্প-২০৪১’ নামের একটি এনজিও ওই এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে সাহাতাব শেখের ভবন ভাড়া নেন। সেখান থেকে মাঠকর্মীর ও তাদের কর্মকর্তাদের মাধ্যমে উপজেলা বিভিন্ন গ্রাম ও পিরোজপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সমিতি গঠন করে। ওই সব সমিতির প্রায় দেড় সহস্রাধিক নারীকে ঋণ দেয়ার জন্য জামানত হিসাবে প্রতিজনের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেন। কিন্তু কোন গ্রাহককে ঋণ না দিয়েই ওই টাকা নিয়ে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উধাও হয়ে যায় এনজিওটি।
জানা গেছে, এনজিওটির প্রধান কার্যালয় হিসাবে ‘১২১, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা-১২১২ এবং এম আর এ সনদ নং ০০১২৩-৩৩৪৪(ক)২০২৪/৪১ দেখানো হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের রাসেল শেখের স্ত্রী লাইজু বেগম (২৫) বলেন, তার গ্রামে ১৩ নারীকে নিয়ে একটি সমিতি গঠন করে এনজিওটির মাঠ কর্মী কামরুজ্জামান। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে ঋণ দেয়ার জন্য প্রতি জনের কাছ থেকে গত সপ্তাহে ১০ হাজার টাকা করে জামানত নেন এনজিওটি। আজ বুধবার ওই ঋণের টাকা দেয়ার কথা ছিল।
উপজেলার ভাইজোড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী মনজিলা বেগম (৪৫) বলেন, দু’বছরের জন্য ঋণ দেয়ার কথা বলে তাদের গ্রামের সমিতি গঠন করে একইভাবে টাকা আদায় করা হয়। কিন্তু ঋণের টাকা না দিয়ে বরং জামানতের টাকা নিয়ে লাপাত্তা এনজিওর লোকজন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এনজিওটির অফিসের ভবনে তালা দেয়া। প্রায় অর্ধ শতাধিক নারী সেখানে অবস্থান নিয়ে বসে আসেন।
এনজিওটির ভবন মালিক সাহাতাব হোসেন শেখ বলেন, ওই এনজিওটির কর্মকর্তা কামরুজ্জামানের বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে। তাদের অফিসের কাজে ‘ঢাকা মেট্রো-ল ৩০-২৩৫৮ এবং গোপালগঞ্জ-হ-১১-৬৬০৩’ এ দু’টি মোটর সাইকেল ব্যবহার করতে দেখা গেছে।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
