সাভারে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মজিবর গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
মজিবর রহমান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ধামরাই থানা এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা, ছাত্র-জনতার ওপর গুলি ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
তিনি ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। সম্প্রতি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় পল্লী চিকিৎসক পরিচয়ে একটি দোকান ভাড়া নিয়ে ফার্মেসি পরিচালনা করছিলেন। মজিবর রহমান আত্মগোপনে থেকে ফার্মেসির আড়ালে সাভার-আশুলিয়া ও ধামরাই এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তার অনুসারীদের দিয়ে অবৈধ ঝটিকা মিছিল, গাড়ি পোড়ানোসহ বিভিন্ন নাশকতার পরিকল্পনা ও নাশকতা কার্যক্রম চালিয়ে আসছিলেন।
গত ৬ নভেম্বর সাভারের বলিয়ারপুর এলাকায় নাশকতা কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগের একদল দুর্বৃত্ত। পরবর্তীতে এ ঘটনায় ৭ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে সাভার মডেল থানায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: আসাদুজ্জামান নাশকতার ঘটনায় মজিবর রহমানের সংশ্লিষ্টতা পান। পরবর্তীতে তাকে ধরতে মাঠে নামে সাভার মডেল থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে মজিবর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকির আল আহসান ও এসআই ইমরান হোসাইন।
আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মুজিবর রহমানকে গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
গ্রেফতারকৃত মজিবর রহমান (৫০) ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তানিয়া চর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রদলীগের বৃহত্তর ঢাকা জেলার সহ-সভাপতিও ছিলেন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। মজিবর ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা-২০ (ধামরাই) আসনের পতিত পলাতক সংসদ সদস্য বেনজীর আহমেদের অনুসারী।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তার ব্যাপক ভূমিকা রয়েছে বলে তিনি স্বীকার করেছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে প্রফেশনাল ভাড়াটে অপরাধীদের দিয়ে সাভার-আশুলিয়া ও ধামরাই এলাকায় বিশৃঙ্খলার পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা যুগান্তরকে জানান, পুলিশের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মজিবর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, গুলি করে হত্যা ও সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। গ্রেফতার মজিবর রহমানকে আজ দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
