Logo
Logo
×

সারাদেশ

কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে রাজ্জাক শেখ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, রাত ৩টার দিকে রাজ্জাকসহ তিন–চারজন মৃত মালেক হাওলাদারের ছেলে হবি হাওলাদারের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে স্বর্ণালংকার লুটের চেষ্টা করলে পরিবারের সদস্য ও পরে গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে পরিবারের দাবি, এটি ডাকাতি নয়—পরিকল্পিত হত্যা। নিহতের মামাতো বোন শারমিন অভিযোগ করে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে তার বন্ধু আলামিন তাকে ডেকে নিয়ে যায়। রাজনীতি নিয়ে বিরোধের জেরে আলামিন ও কবিরসহ কয়েকজন মিথ্যা অপবাদ দিয়ে রাজ্জাককে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

নিহতের আরেক বোন হনুফা বলেন, আমার ভাই ড্রাইভার ছিল। স্ত্রী চলে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আমরা কাছেই ছিলাম, কিন্তু হবি, কবির, বোরহান, আফসু, সাত্তারসহ কয়েকজন তাকে হত্যার সময় আমাদের এগোতে দেয়নি। আমার ভাই বাদল এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

অভিযুক্ত আলামিনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। আলামিনের বোন হালিমা দাবি করেন, আমার ভাইকে শত্রুতাবশত জড়ানো হচ্ছে। সে চেয়ারম্যানের বাসায় ভাড়া থাকে। ডাকাতির খবর শুনে পরে ঘটনাস্থলে এসেছে, সে নিরপরাধ।

আলামিনের চাচি পারুল বেগম বলেন, নিহত রাজ্জাক পেশাদার অপরাধী। তার পরিবারও চুরি–ডাকাতির সঙ্গে জড়িত। ডাকাতির সময় ধরা পড়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই— কেউ অপরাধী হোক বা যে-ই হোক। ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম