Logo
Logo
×

সারাদেশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যায় গ্রেফতার ১

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যায় গ্রেফতার ১

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাগর প্রামাণিক (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি দল তাকে গ্রেফতার করে। সাগর প্রামাণিকের বাড়ি ওই গ্রামেই। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নিতে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আবদুর রাজ্জাক নামের আরেকজনকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর বাজারের লোকজন আমিনুলকে ধরে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আমিনুলকে হেফাজতে নিলেও উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ঘটনার পর বাগমারা থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার ভিত্তিতে র‌্যাব ইতোমধ্যে সাতজনকে গ্রেফতার করেছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে অন্যতম আসামি সাগরকেও গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম