Logo
Logo
×

সারাদেশ

সখীপুরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

সখীপুরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় প্রতিবন্ধী মেয়ে সাজেদাকে (২৬) শ্বাসরোধে হত্যার পর মা শাহনাজ বেগম (৫৮) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) দীর্ঘদিন ধরে নানা রোগে মানসিক অশান্তিতে ভুগছিলেন। অন্যদিকে প্রতিবন্ধী মেয়ে সাজেদাও অসুস্থ ছিলেন। এরই জেরে মঙ্গলবার দিবাগত রাতে প্রথমে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর মা নিজে রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, শামসুল আলমের স্ত্রী শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। অন্যদিকে তাদের ২৬ বছরের একটি প্রতিবন্ধী মেয়েও অনেক অসুস্থ ছিল। মানসিক ও অর্থনৈতিক টানাপড়েনের চাপে তিনি এমন কাজ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, মা ও মেয়ের মরদেহ বুধবার দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও প্রতিবন্ধী মেয়ে দুইজনই গুরুতর অসুস্থ ছিলেন। শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম