শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য, ৩৬ ঘণ্টার হরতাল
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটি জেলায় ৩৬ ঘণ্টার হরতাল চলছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পার্বত্য জেলা পরিষদের সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটি জেলায় ৩৬ ঘণ্টার হরতাল চলছে। রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য, কোটা বিরোধী ঐক্যজোট এবং সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক ব্যানারে এ হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে জেলা ও উপজেলা পর্যায়ে এ হরতাল পালিত হচ্ছে। চলবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এদিকে হরতালের কারণে শহরে সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও নৌ পথে দূরপাল্লার কোথাও কোনো যানবাহন জেলা সদর ছেড়ে যেতে পারেনি। বাইরের থেকেও কোনো রকম যানবাহন জেলা সদরে ঢুকতে পারেনি। সকাল থেকে হরতাল সফল করতে জেলা ও উপজেলা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলনকারীদের পিকেটিং করতে দেখা গেছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে।
সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ আহবান করা হয়। মূলত এই নিয়োগকে ঘিরে পক্ষে-বিপক্ষে প্রতিবাদ ও আন্দোলন গড়ে ওঠে। এ নিয়োগের লিখিত পরীক্ষা ২১ নভেম্বর। কোটা বৈষম্যের প্রতিবাদের পাশাপাশি ওই পরীক্ষা প্রতিহত করতেই হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে।

