তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে রক্তদান-গাছের চারা বিতরণ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে গাছের চারা বিতরণ ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে প্রজন্ম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরিশাল জেলা ও মহানগর শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা নূরুল আলম ফরিদ, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিনসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ ও বিভিন্ন ঔষধি এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
