Logo
Logo
×

সারাদেশ

অরবিন্দ সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:১০ পিএম

অরবিন্দ সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

একটি বেসরকারি ব্যাংকের বগুড়া শাখায় সাড়ে ৩১ কোটির বেশি টাকা খেলাপি ঋণের মামলায় বিসিক শিল্প নগরীর মেসার্স জয় ফ্লাওয়ার মিলসের মালিক অরবিন্দ সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বগুড়ার অর্থ ঋণ আদালতের জজ মো. আহসান হাবিব এ আদেশ দেন। 

আদালতের অনুমতি ছাড়া তিনি যেন দেশত্যাগ করতে না পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), পুলিশের বিশেষ শাখা ঢাকা বরাবর আদেশের কপি দেওয়া হয়েছে।

বগুড়ার অর্থ ঋণ আদালতের সেরেস্তাদার আশরাফ আলী বৃহস্পতিবার এ তথ্য জানান।

মামলা ও আদালত সূত্র জানায়, বগুড়ার বিসিক শিল্প নগরীর মেসার্স জয় ফ্লাওয়ার মিলসের মালিক অরবিন্দ সাহা বগুড়া শহরের কাটনারপাড়া বেনী কুণ্ডু লেনের মৃত অতুল চন্দ্র সাহার ছেলে। তিনি তার ব্যবসার জন্য ওই ব্যাংকের বগুড়া শাখার এসএমই ইউনিট থেকে ঋণ নেন। ব্যাংকের ওই পাওনা সুদাসলে ৩১ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার ৬২৯ টাকা ৫৯ পয়সা দাঁড়ায়।

ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ ঋণ গ্রহীতা অরবিন্দ সাহা, তার স্ত্রী সন্ধ্যা রানী সাহা ও তাদের ছেলে জয় কুমার সাহাসহ বিসিক শিল্প নগরীর উপ-মহাব্যবস্থাপকের বিরুদ্ধে অর্থঋণ আদালতে অর্থ ডিক্রি জারির মামলা করে। ওই মামলার শুনানি শেষে বগুড়ার অর্থঋণ আদালতের বিচারক ব্যবসায়ী অরবিন্দ সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম