Logo
Logo
×

সারাদেশ

ভাঙাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে নারী আহত

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

ভাঙাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে নারী আহত

গোপালগঞ্জে কোটালীপাড়ায় ভাঙাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে লালমোন নেছা নামে এক নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

লালমোন নেছা (৫৫) কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলি সরদারের স্ত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙাড়ি টুকিয়ে এনে জড়ো করে রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের ২৫-৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তিনি টোকানো মালামাল নিয়ে নাড়াচাড়া করছিলেন। এর মধ্যে গোলাকৃতির একটি বস্তু দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে গেলে তা হাতের উপর বিস্ফোরিত হয়। এতে বাম হাতের ২-৩টি আঙুল ক্ষতিগ্রস্ত হয়।

রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, তাদের হোটেলের কিছুটা দূরে ওই নারী বিভিন্ন ভাঙাড়ি এনে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে তিনি বাইরে গিয়ে দেখেন ওই মহিলা আহত হয়েছেন। তাকে আমরা দ্রুত কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই।

কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবির আহম্মেদ জানিয়েছেন, ককটেল জাতীয় কিছু বিস্ফোরিত হয়ে ওই নারী আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দোকার হাফিজুর রহমান ককটেল বিস্ফোরণে এক নারী আহত হবার কথা নিশ্চিত করে বলেন, আহত নারী কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম