Logo
Logo
×

সারাদেশ

২৪ ঘণ্টা না পেরোতেই ফের ভূমিকম্প

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম

২৪ ঘণ্টা না পেরোতেই ফের ভূমিকম্প

প্রতীকী ছবি

২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার আশুলিয়ার বাইপাইলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এ কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।

এ তথ্য নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ।’

এর আগে, শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।

সংশোধনী: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আজকের ভূমিকম্পটির বিষয়ে শুরুতে তথ্য দিয়েছিলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। সেই তথ্য অনুযায়ী যুগান্তর অনলাইনের  প্রতিবেদনেও উল্লেখ করা হয়— ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। 

তবে পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়—  ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসলে নরসিংদীর পলাশ। সে অনুযায়ী প্রতিবেদনটি সংশোধন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম