Logo
Logo
×

সারাদেশ

সাতসকালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

সাতসকালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফাইল ছবি

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের সুন্দরগঞ্জ পৌরসভার হুড়াভায়া খাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামডাকুয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ও মৃগী রোগে ভুগছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধাগামী একটি অজ্ঞাতনাম পরিবহণ ভোরে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলামকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি পরিবহণের নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনায় জড়িত পরিবহণের বিষয়ে কোনো  তথ্য  পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম