Logo
Logo
×

সারাদেশ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতীকী ছবি

পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জীবন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার রাজাপুর ক্যালিকো কটন মিলের পাশে এ ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সুজন হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) রাতে জীবনকে ক্যালিকো কটন মিলের পাশে একা পেয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যার প্রকৃত রহস্য জানা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম