আশরাফ উদ্দিন নিজান বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র: সেলিম
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুর ৪ (রামগতি-কমলনগর) আসনের বিএনপির একমাত্র মনোনয়ন প্রত্যাশী ও সাবেক দুইবারের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের একটি উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
তিনি বলেন, বাংলাদেশে জিয়া পরিবারের বহু ভক্ত আছে, কিন্তু আশরাফ উদ্দিন নিজান জিয়া পরিবারের কাছে এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি মনেপ্রাণে জিয়া পরিবারকে অন্তরে ধারণ করেন। যে কারণে এমপি থাকাকালীন সময়ে জিয়াউর রহমানের ছোট্ট বেলার নামের সঙ্গে মিল রেখে পাশবর্তী একটি উপজেলাকে কমলনগর উপজেলা হিসেবে নামকরণ করে উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আশরাফ উদ্দিন নিজান রামগতি কমলনগরের রাজনীতিতে গুনগত একটা পরিবর্তন এনেছেন। এখানে কোনো প্রকার অন্যায় অবিচার কমিশন বাণিজ্য করতে দেননি কাউকে।
শনিবার দুপুরে কমলনগর উপজেলার ৪নং চর মার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার মো. ফয়েজ আহম্মেদ ভূঁইয়া বাড়িতে সাধারণ মহিলাদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে বিএনপি ঘোষিত জোটপ্রার্থী শাহাদাত হোসেন আরও বলেন, আশরাফ উদ্দিন নিজান যেভাবে মহিলাদের সঙ্গে উঠান বৈঠক করছেন তা দেখে সমগ্র দেশে রাজনীতিবিদদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। আশাবাদী আসন্ন নির্বাচনে ধানের শীর্ষ নিয়েই তিনি এখান থেকে ভোট করবেন। এমপি নির্বাচিত হয়ে রামগতি, কমলনগরের মানুষের মুখ আবারও উজ্জ্বল করবেন।
তিনি বলেন, এক-এগারোর দুঃসময়ে বিএনপির পক্ষে কথা বলার মতো যখন কাউকে খুঁজে পাওয়া যায়নি, যেদিন ১০২ জন গুরুত্বপূর্ণ নেতা (এমপি) গিয়ে মান্নান ভূইয়ার সঙ্গে আত্মসমর্পন করেছেন, সেদিন আশরাফ উদ্দিন নিজান বুক চিতিয়ে বলেছেন- ‘১০২ নয় একজনও থাকবে না’। সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি বিশ্বাসী। আমরা বেঁচে থাকতে বিএনপিকে কেউ ভাঙতে পারবে না।
উঠান বৈঠকে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন আশরাফ উদ্দিন নিজান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সম্পাদক এম দিদার হোসেন, চরমার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলী আহাম্মদ, মহিলা দল সভাপতি হোসনে আর বাশার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন ও চরলরেন্স ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম মোর্শেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
