Logo
Logo
×

সারাদেশ

কুষ্টিয়া-৪ আসনে শেখ সাদীর গণসংযোগ, জনতার মিলনমেলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:০৩ পিএম

কুষ্টিয়া-৪ আসনে শেখ সাদীর গণসংযোগ, জনতার মিলনমেলা

৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ, গণসংযোগ, বিশাল র‍্যালি ও শোডাউন। ছবি: যুগান্তর

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর নিয়মিত গণসংযোগ এখন কুমারখালী-খোকসা এলাকায় পরিণত হয়েছে জনতার মিলনমেলায়। কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে দলীয় এমপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ এবং প্রচারের জন্য গণসংযোগ, বিশাল র‍্যালি ও শোডাউন করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির এই যুগ্ম আহ্বায়ক।

শনিবার (২২ নভেম্বর) কুষ্টিয়া জেলার খোকসা ও কুমারখালীতে এই বিশাল র‍্যালি ও শোডাউন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া-রাজবাড়ী জেলার সীমান্ত বিলজানি থেকে এই কর্মসূচি শুরু হয়। কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক দিয়ে র‍্যালিটি খোকসা থানার সামনে দিয়ে ঘুরে এসে জানিপুর বাসস্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খানসহ স্থানীয় নেতারা।

এরপর কুমারখালীর বাসস্ট্যান্ড হয়ে প্রধান সড়ক দিয়ে শহরের কাজীপাড়ায় দ্বিতীয় পথসভায় বক্তব্য রাখেন শেখ সাদী। এ সময় পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন, হাফিজুর রহমান, যুবদল নেতা আতিকুর রহমান সবুজসহ কুমারখালী ও খোকসা উপজেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এ র‍্যালি ও গণসংযোগে কয়েকশ’ মোটরসাইকেল, অটোরিকশা এবং ট্রাকসহ বিভিন্ন যানবাহন নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।

কুষ্টিয়া-৪ আসনে প্রতিদিন প্রতিটি গ্রাম ও মানুষের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময়, খোঁজখবর নেওয়া, মানুষের দাবি-দাওয়া শোনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন শেখ সাদী।

স্থানীয় নেতারা জানান, মানুষের প্রতি শেখ সাদীর এই আন্তরিকতা এবং সক্রিয় অংশগ্রহণে স্থানীয় জনতার প্রত্যাশা ও আস্থা আরও দৃঢ় হয়েছে। এতে তরুণ-বৃদ্ধ সবার মধ্যেই দলীয় প্রার্থীর মনোনয়ন পরিবর্তন নিয়ে আলোচনার ঢেউ উঠেছে। ‘স্বপ্নবাজ নেতা’ হিসাবে তার পরিচিতি। 

শেখ সাদী বলেন, রাস্তা আজ জনতার উপস্থিতিতে ভরপুর, মানুষ নিজের ভবিষ্যৎ নিজের হাতে লিখতে চায়। খোকসা-কুমারখালীর মানুষের উচ্ছ্বাস, আস্থা ও ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আপনাদের সঙ্গে থাকাটাই আমার রাজনীতি, আমার শক্তি। হাজার হাজার জনতার এই বিপুল অংশগ্রহণই প্রমাণ করে পরিবর্তনের পথ তৈরি হয়ে গেছে। বাকি শুধু বিজয়—ইনশাআল্লাহ।

খোকসা-কুমারখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা। উন্নত ভবিষ্যতের জন্য আমরা পরিবর্তনের পথে আছি।

গণসংযোগ চলাকালীন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক ও রাস্তাজুড়ে জনতার ঢল দেখা যায়। মানুষ নিজের ভবিষ্যৎ নিজ হাতে লিখতে চায়- এমন দৃশ্য ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা হাতে নিয়ে শেখ সাদীর নেতৃত্বেই কুষ্টিয়ার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হয়ে গেছে।

উল্লেখ্য, কুষ্টিয়া-৪ আসনে প্রাথমিকভাবে বিএনপির দলীয় এমপি মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। এই মনোনয়ন ঘোষণার পর থেকেই কুমারখালী-খোকসা উপজেলা বিএনপির কান্ডারী শেখ সাদীর সমর্থক ও তৃণমূল নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম