Logo
Logo
×

সারাদেশ

সিরাজদিখানে শেখ আবদুল্লাহকে সমর্থন জানিয়েছেন শ্রমিক দলের নেতারা

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

সিরাজদিখানে শেখ আবদুল্লাহকে সমর্থন জানিয়েছেন শ্রমিক দলের নেতারা

ছবি: যুগান্তর

মুন্সীগঞ্জ সিরাজদিখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে নেতৃত্ব পরিবর্তন। মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সহস্রাধিক নেতাকর্মী তার সমর্থনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

শনিবার (২২ নভেম্বর) সকালে শেখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকায় এক অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়াসহ উপজেলার ১৪টি ইউনিয়নের নেতাকর্মীরা তাকে সমর্থন জানিয়েছেন।  

তারা মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী নেতাদের সমর্থন ছেড়ে এসে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী শেখ মো. আবদুল্লাহর নির্বাচন করার ঘোষণা দেন। 

এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। শ্রমিক নেতা পিয়ার আলী মোল্লা, ১নং যুগ্ম সম্পাদক মো. মাহবুব, শাহাদাত শেখ, দপ্তর সম্পাদক কাবুল শেখ, মো. বাবু।

অনুষ্ঠানে যোগদানকারীরা বলেন, দেশের পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফেরাতে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সবার চেয়ে উপযুক্ত নেতৃত্ব দিতে পারবেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. আবদুল্লাহ বলেন, উপজেলা শ্রমিক দলের সহস্রাধিক নেতাকর্মীর ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক যোগদানকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনাদের এই সিদ্ধান্ত আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। বিএনপি হাইকমান্ড, বিশেষ করে তারেক রহমানকে ধন্যবাদ। যার প্রজ্ঞা ও দিকনির্দেশনায় আজ মানুষের আস্থা আবার বিএনপির দিকে ফিরছে।

তিনি বলেন, আপনাদের ভালোবাসা আমার শক্তি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো। জনগণের অধিকার আদায় এবং দেশের রাষ্ট্র কাঠামো মেরামতে এ ঐক্যই হবে আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি। 

মো. আবদুল্লাহ বলেন, আমি বিশ্বাস করি, শ্রমিক শ্রেণির ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনাদের সক্রিয় উপস্থিতি আমাদের সংগ্রামকে আরও গতিশীল করবে। আসুন, সবাই মিলে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। 

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত থেকে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং একসঙ্গে নির্বাচনি কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই যোগদানকে গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম