নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানায় ব্রয়লার কয়লার কলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কারখানায় কাজ চলাকালে হঠাৎ ঘটে যাওয়া এই বিস্ফোরণে ছয় শ্রমিক গুরুতর দগ্ধ হন।
দগ্ধ শ্রমিকরা হলেন—তাইজুল ইসলাম (৩৫), কামাল হোসাইন (৪৫), মো. নাহিদ (২২), মো. ফেরদৌস (৩৫), আতিকুর রহমান (৪২) ও তোরাব আলী (৫৫)। বিস্ফোরণের পরপরই শ্রমিকদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, দগ্ধ শ্রমিকদের কাছ থেকে জানা গেছে যে, সিমেন্ট কারখানার ব্রয়লারে বিস্ফোরণ ঘটার সময় তারা নিয়মিত কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় তারা সবাই দগ্ধ হন।
চিকিৎসক শাওন বিন রহমান দগ্ধদের শারীরিক অবস্থার বিস্তারিত জানান। তার তথ্য অনুযায়ী, শ্রমিক নাহিদ হাসানের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। আতিকুর রহমানের ২৭ শতাংশ, কামাল হোসাইনের ২৬ শতাংশ, তোরাব আলীর ১৬ শতাংশ, তাইজুল ইসলামের ১২ শতাংশ এবং ফেরদৌসের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশিরভাগেরই মুখমণ্ডলে (ফেস বার্ন) দগ্ধতার মাত্রা বেশি।
তিনি আরও জানান, দগ্ধ ছয় শ্রমিকের সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তাদের অবস্থাকে আরও জটিল করে তুলেছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ইনস্টিটিউটে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

