Logo
Logo
×

সারাদেশ

তুরাগ নদীতে ভাসছিল লাশ

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

তুরাগ নদীতে ভাসছিল লাশ

সাভারের আশুলিয়ায় মরাগাঙ ব্রিজের নিচে তুরাগ নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার মরাগাঙে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান যুগান্তরকে জানান, লাশটির সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে লাশটি কয়েক দিন আগের বলে মনে হয়েছে। নদীতে ভাসতে ভাসতে সাভারের আশুলিয়ায় তুরাগ নদীতে চলে যায়। সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম