সড়কে প্রাণ গেল গণবিশ্ববিদ্যালয় শিক্ষকের
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে সড়কে প্রাণ হারালেন গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল আলম। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আখতার উল আলম টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার বাসিন্দা। তিনি ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় বসবাস করে গণবিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
পুলিশ জানায়, সকালে উপজেলা আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে রওনা হন। পথে ভাড়ারিয়া এলাকায় পৌঁছলে একটি রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাকে বহন করা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই শিক্ষক এবং মোটরসাইকেল আরোহী গুরুতরভাবে আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে ওই শিক্ষককে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়।
এ ঘটনায় ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও সিএনজি সংঘর্ষের ঘটনায় ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে ঢাকা পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতের ঘটনায় দুপুর পর্যন্ত নিহতের স্বজনরা কোনো অভিযোগ করেনি বলে জানান ওই কর্মকর্তা।
