Logo
Logo
×

সারাদেশ

কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:১১ পিএম

কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

মৃত তারিক রিফাত। ছবি: যুগান্তর

গাইবান্ধা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম তারিক রিফাত (৫০)।

রোববার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, তারিক রিফাত তিনটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলায় গত ১৭ নভেম্বর তাকে গাইবান্ধা সদর উপজেলার বলমঝাড় ইউনিয়নের ঝিনেস্বর এলাকা থেকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। শারীরিক অসুস্থতার কারণে তাকে ১৮ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হয়। রোববার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠায়। 

গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে আসামিকে আমাদের কাছে নিয়ে আসা হয়। তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া তার মেডিকেল সার্টিফিকেটে হৃদরোগসহ অন্যান্য সমস্যার কথা উল্লেখ ছিল। 

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আসামি তারিক রিফাতকে জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ১৭ নভেম্বর গ্রেফতার করা হয়। অসুস্থতাজনিত কারণে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। রোববার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম