Logo
Logo
×

সারাদেশ

সংসারের সচ্ছলতা ফেরাতে সৌদি, সড়কে প্রাণ গেল যুবকের

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

সংসারের সচ্ছলতা ফেরাতে সৌদি, সড়কে প্রাণ গেল যুবকের

সংসারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরব যান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ওমর ফারুক নামে এক যুবক। সেখানে কাজ শেষে বাসায় ফেরার পথে প্রাণ হারান তিনি।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ৮টার দিকে সৌদি আরবের জিসান শহরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

নিহত ওমর ফারুক (৩৭) ফারুক কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

মসূয়া ইউনিয়নের সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম জানান, সংসারের সচ্ছলতা ফেরাতে চার বছর আগে ফারুক সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি জিসান শহরে আল মারাই কোম্পানিতে কর্মরত ছিলেন। অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওমর ফারুকের বাড়িতে স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছেন। তার  আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম