Logo
Logo
×

সারাদেশ

চাচাতো ভাইকে হত্যার দায়ে ২ সহোদরের মৃত্যুদণ্ড

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

চাচাতো ভাইকে হত্যার দায়ে ২ সহোদরের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি: যুগান্তর

যশোরে চাচাতো ভাইকে হত্যার দায়ে আপন দুই ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের ওসমান ও তার ভাই আলী হোসেন। তারা গ্রামের মৃত ছবেদ আলী সরদারের ছেলে। মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত দণ্ডিতদের দশ হাজার টাকা করে জরিমানাও করেছেন। হত্যা মামলায় দুই বছরের মাথায় রায় প্রদানের ঘটনাকে নজিরবিহীন হিসেবে অভিহিত করেছেন অতিরিক্ত পিপি।

মামলা সূত্রে জানা যায়, ওসমান ও আলী হোসেনের সঙ্গে জমি নিয়ে তাদের চাচা নুরুল আমিনের ছেলে কামরুল আমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান ও আলী হোসেন ধারালো দা দিয়ে কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাকে বাঁচাতে গিয়ে কামরুলের বড়ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোটভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চারজনকেই যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। যশোর নেওয়ার পথে কামরুলের মৃত্যু হয়। 

নিহতের বাবা রুহুল আমিন সরদার এ ঘটনায় ওসমান, আলী হোসেন এবং ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বনি ইসরাইল তদন্ত শেষে ২০২৪ সালের ৩ জুলাই আদালতে চার্জশিট জমা দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম