Logo
Logo
×

সারাদেশ

পুলিশের অটোতে ডাকাত দলের হামলা, অতঃপর...

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:১৯ পিএম

পুলিশের অটোতে ডাকাত দলের হামলা, অতঃপর...

নারায়ণগঞ্জের আড়াইহাজারের জালাকান্দি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ভেবে টহল পুলিশ বহনকরা অটোতে হানা দিয়েছে ডাকাত দলের সদস্যরা। সোমবার ভোর ৩টার দিকে জালাকান্দি মোড়ে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের সদস্যদের ধস্তাধস্তি হয়। পুলিশের প্রতিরোধের মুখে ডাকাতরা দ্রুত সটকে পড়ে। ডাকাতদের হামলায় মারুফ নামে এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি রামদা জব্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, ডাকাতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 

পুলিশ জানায়, গভীর রাতে টহলরত পুলিশের সিএনজি অটোরিকশাকে সাধারণ যাত্রীবাহী যান ভেবে ডাকাত দল হামলা চালায়। মুহূর্তেই এএসআই রিপনের নির্দেশে সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। পরে পুলিশের ধাওয়ায় ডাকতরা দৌড়ে পালিয়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম