Logo
Logo
×

সারাদেশ

ট্রেনের শেষের বগিতে হকারকে গলা কেটে হত্যা

Icon

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

ট্রেনের শেষের বগিতে হকারকে গলা কেটে হত্যা

পূর্বশত্রুতার জের ধরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে ট্রেনের হকার আলামিন নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় মিলন (২৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাতে পীরগঞ্জ রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের শেষের বগিতে এ ঘটনা ঘটে।

হতাহতরা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার চোড়বতুয়ালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, আলামিন (৩০) ও মিলন (২৫) এবং হত্যাকারী আকাশ ট্রেনে হকারি করেন। সোমবার রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস পীরগঞ্জ রেলস্টেশনে থামলে ট্রেনের শেষের বগিতে তিনজন মারামারিতে জড়ান। এ সময় একপর্যায়ে দুইজনকে ছুরি দিয়ে আঘাত করলে আলামিনের গলা কেটে যায় এবং হকার মিলন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন এবং মিলনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পীরগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার আব্দুল আজিজ বলেন, স্টেশনের লোকজন গুরুতর আহত অবস্থায় ২ জনকে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। শুনেছি তারা হকার। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দিনাজপুর জিআরপি থানার ওসি আব্দুল মান্নান বলেন, মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম