Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে গণসংযোগ

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে গণসংযোগ

ফেনী-১ আসনে (ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী) বিএনপির মনোনীত প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ভোট চাইতে নির্বাচনি গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

তিনি বেগম জিয়ার প্রতিনিধি হিসেবে সংসদীয় আসনের তিন উপজেলায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাত-দিন চষে বেড়াচ্ছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ছাগলনাইয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে তিনি গণসংযোগ করেন।

এ সময় রফিকুল আলম মজনু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গেল ৬ বছর বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় জেলখানায় আটকে রেখেছিল ফ্যাসিবাদ ও তাদের দোসররা। তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। আমরা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটা ঘরে ঘরে গিয়ে তাদের সালাম পৌঁছে দিচ্ছি, দোয়া চাচ্ছি। আমরা আমাদের মায়ের (বেগম খালেদা জিয়া) অভাব পূরণ করছি। সাধারণ মানুষ আমাদের কাছে পেয়ে খুশি হয়েছেন। বলেছেন- অতীতের মতো এবারও তারা ধানের শীষের পক্ষে থাকবেন এবং কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বেগম জিয়াকে বিজয়ী করবেন।

মজনু বলেন, গেল ১৬ বছর এই এলাকার মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। ফ্যাসিস্টরা ভোট চুরি করেছে। দিনের ভোট রাতে দিয়েছে; যা পৃথিবীর মানুষ জানে। অতীতে ভোট চুরির সাথে যারা জড়িত ছিলেন তাদের যাতে আগামী নির্বাচনে কোনো দায়িত্ব না দেওয়া হয়, সেদিকে নজর রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যারা নিরপেক্ষ তাদের দিয়ে ভোট পরিচালনা করতে হবে। ভোট হবে সুষ্ঠু। কেউ যদি কোনো কারচুপি করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

মজনু বলেন, একটি দল ভোট হবে না বলে মানুষকে বিভ্রান্ত করছে, অথচ তলে তলে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় একটি গণতান্ত্রিক সরকারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান রফিকুল আলম মজনু।

গণসংযোগে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য মশিউর রহমান খোকন, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা যুবদলের সদস্য হাফেজ মোহাম্মদ সোহরাব হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাশেদা আক্তার রুমা, সদস্য সচিব খোদেজা আক্তার সুমি, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ মজুমদার, সদস্য সচিব আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর যুবদলের সদস্য সচিব মো. আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাদিম উদ্দিন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম