Logo
Logo
×

সারাদেশ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে ব্যাপক সাড়া

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

ভোলা-বরিশাল সেতুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে ব্যাপক সাড়া

ভোলা-বরিশাল সেতুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। প্রথম দিনেই ৫ শতাধিক মানুষ এতে স্বাক্ষর করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা সদরের বাংলা স্কুল মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ।

সংগঠনের সদস্য সচিব মো. বেলায়েত শরীফ যুগান্তরকে জানান,  ৫ সহস্রাধিক মানুষের গণস্বাক্ষরের পর ওই আবেদন প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে।

ভোলা-বরিশাল ব্রিজের দাবি যৌক্তিক। তাই দাবির আন্দোলনে দেশের ৯০ ভাগ মানুষ এর সমর্থন রয়েছে। ২০২৫ সালে যেখানে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। সেখানে ওই সেতু এখনও নির্মাণ হয়নি। তাই সেতু নির্মাণের দাবিতে আন্দোলন দিন দিন বাড়ছে। এটি এখন গণআন্দোলনে রূপ নিচ্ছে। দাবি আদায়ে গতকালও বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্দোলনে থাকা নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। এই সেতু নির্মাণ হলে ভোলা-বরিশাল অঞ্চলে গড়ে উঠবে অর্থনৈতিক জোন। গড়ে উঠবে শিল্পপ্রতিষ্ঠান। গ্যাস কাজে লাগিয়ে এসব প্রতিষ্ঠানে অর্থনৈতিক উন্নয়নের প্রসার ঘটবে। একই সঙ্গে উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে নেওয়া সহজ হবে বলেও জানান সংগঠন সদস্যরা।

এদিকে একই আন্দোলনে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছে অপর একটি গ্রুপ। নতুন কর্মসূচি হিসেবে সন্ধ্যায় দেশের সব শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান মাঠে আন্দোলনে থাকা কর্মীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম