Logo
Logo
×

সারাদেশ

পাগল শিয়ালের কামড়ে আহত ২০

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

পাগল শিয়ালের কামড়ে আহত ২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক পাগল শিয়ালের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

রানিয়াদকারীর বাসস্ট্যান্ড থেকে টেংরী গ্রাম হয়ে পৌর এলাকার মালাউড়ী পর্যন্ত প্রায় ২–৩ কিলোমিটার এলাকায় সোমবার রাত পর্যন্ত হঠাৎ ছুটে এসে শিয়ালটি পথচারী ও স্থানীয়দের ওপর ঝাঁপিয়ে কামড়াতে শুরু করে বলে জানান স্থানীয়রা।

আহতদের মধ্যে তিন গ্রামের মান্নান, রাকিব, লতিফ, রেজাউল, মর্জিনা, শেফালি, মজিদসহ ১৫ জন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরাও পরে চিকিৎসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ অ্যান্ড এফপিও) ডা. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে  ১৫ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। প্রয়োজনীয় অ্যান্টি–র‌্যাবিস ভ্যাকসিন ও রেবিস ইমিউনোগ্লোবিউলিন দুটো চিকিৎসাই দেওয়া হয়েছে। সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, সম্ভবত শিয়ালটি যেকোনোভাবে রেবিস ভাইরাসে সংক্রামিত হয়েছে।

এদিকে হামলার পর স্থানীয়রা শিয়ালটি খুঁজে বের করার চেষ্টা করলেও সেটি জঙ্গলের ভেতর পালিয়ে যায়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম