নতুন করে দেশটাকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে চাই: শারমিন এস মুর্শিদ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, সভ্য সমাজে বয়স্কদের জন্য আলাদা মর্যাদা থাকে, একটা যত্নশীল জায়গা থাকে। নারীর জন্যও যত্নশীল একটা জায়গা থাকে। আমরা যেন এ রকম একটা যত্নশীল সমাজ ব্যবস্থায় পৌঁছতে পারি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিশ্চিত করতে চায়- রাষ্ট্রে যেটুকু অর্থ আছে সেটুকু যেন ভালোভাবে ব্যবহার হয় কথা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ইকরচালি ইউনিয়নের বরাতী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
শারমিন এস মুর্শিদ বলেন, যে টাকা আপনাদের দেওয়া হয়, জানি সেটা টাকা দিয়ে আপনাদের চলতে কষ্ট হয়। আমরা সেটাও ভেবে দেখব।
তিনি বলেন, যে দেশে লাখো কোটি টাকা পাচার হয়ে যায় সেই দেশের মানুষ তো না খেয়ে মরবেই- এটাই তো স্বাভাবিক।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানা ও উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।
