Logo
Logo
×

সারাদেশ

সহকর্মীকে ধর্ষণ, কলেজ অধ্যক্ষ কারাগারে

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

সহকর্মীকে ধর্ষণ, কলেজ অধ্যক্ষ কারাগারে

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে রাজশাহীর হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ড. মারুফ হোসেনকে ধর্ষণের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচার শরমিন আক্তার জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার সন্ধ্যায় আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান। আদালতের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২০ আগস্ট ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ মারুফ তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। বিষয়টি প্রকাশ করলে অধ্যক্ষ তার চাকরির ক্ষতি করবেন বলে হুমকি দেন। ওই ঘটনার পর বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক বছর ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখেন আসামি।

পরে অধ্যক্ষ বিয়ে করতে অস্বীকার করলে ২০২৩ সালের ২১ এপ্রিল নগরীর বোয়ালিয়া মডেল থানায় অধ্যক্ষ মারুফ হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন সহকর্মী ওই নারী। গত ৩০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই শরিফুল ইসলাম অধ্যক্ষকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

অভিযুক্ত অধ্যক্ষ মারুফ হোসেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার ফুদকিপাড়া খিরশিনপাড়ার আমজাদ হোসেনের ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম