Logo
Logo
×

সারাদেশ

লিবিয়ায় শিবচরের ৩ যুবককে নির্যাতন, ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

লিবিয়ায় শিবচরের ৩ যুবককে নির্যাতন, ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বেকারত্বের চাপে পড়ে দেশের বহু যুবক অবৈধ পথে বিদেশে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। বিশেষ করে ইতালিতে পৌঁছার আশায় আগ্রহী যুবকদের সংখ্যা বাড়ায় সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র। যাত্রার আগে নানান নিশ্চয়তা দেওয়া হলেও লিবিয়ায় পৌঁছার পর এসব চুক্তি রূপ নিচ্ছে মানবপাচার ও অমানবিক নির্যাতনে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি লোমহর্ষক ভিডিওতে দেখা যায়, ইতালিগামী তিন যুবককে হাত-পা ও মুখ বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। তাদের মুক্তির জন্য পাচারকারীরা দাবি করছে ৬০ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন— মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের নাওয়ারা চরশেখপুর এলাকার আলমাছ, সজিব ও সবুজ। ভিডিও থেকে ধারনা করা হচ্ছে তারা লিবিয়ার মরুভূমি বা সীমান্তবর্তী কোনো এলাকায় অবৈধভাবে আটক রয়েছেন।

নির্যাতনের ভিডিও পাঠিয়ে বারবার ফোন করে ভয়ভীতি দেখানোই হচ্ছে এ চক্রের কৌশল। মুক্তিপণ না দিলে আরও কঠোর নির্যাতন ও মেরে ফেলবার হুমকিও দেওয়া হচ্ছে। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মানবাধিকারকর্মীরা এ ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে, মানবপাচার এখন শুধু অর্থনৈতিক অপরাধ নয়, বরং এটি মানবিক বিপর্যয়ের অন্যতম কারণ।

মানবাধিকার সংশ্লিষ্ট ও সচেতন মহলের লোকজন মনে করছেন, অবৈধ বিদেশযাত্রা ঠেকাতে শুধুমাত্র প্রচারণা যথেষ্ট নয়; পাচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বিদেশগামী শ্রমিকদের জন্য বৈধ প্রক্রিয়ার তথ্য ও দিকনির্দেশনা আরও সহজলভ্য করা প্রয়োজন।

শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম