Logo
Logo
×

সারাদেশ

পরিত্যক্ত ভবনে মিলল তরুণের লাশ

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

পরিত্যক্ত ভবনে মিলল তরুণের লাশ

নারায়ণগঞ্জে মো. তাকবির (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার। ফাইল ছবি

নারায়ণগঞ্জে মো. তাকবির (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের ওয়াদা কলোনি বউবাজার এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। 

বুধবার সন্ধ্যায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।

নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।পরিবারের দাবি অপহরণকারী একটি চক্র তাদের কাছে মুক্তিপণ দাবি করেছিলেন। মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে বড়বাজার এলাকার পরিত্যক্ত একটি চারতলা ভবনের নিচতলায় নিহতের লাশ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নায়ায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম