|
ফলো করুন |
|
|---|---|
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে এসে হামলার শিকার হয়েছেন একাধিক বাউল শিল্পী।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে চায়ের দোকানের সামনে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাউলরা এসে আদালত প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। দুপুর ২টার দিকে যখন বাউলরা একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন, তখনই একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা নিজেদের ‘কথিত তৌহিদী জনতা’ হিসেবে পরিচয় দিয়ে বাউলদের ওপর চড়াও হয় এবং মারধর করে। হামলার পরপরই বাউলরা ছত্রভঙ্গ হয়ে যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ওসি বলেন, চৌরাস্তায় বাউলদের একটি কর্মসূচি ছিল। যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল; কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু বাউল আদালত প্রাঙ্গণে চায়ের দোকানে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাউলদের নিরাপত্তা নিশ্চিত করে। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
