Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে: সাবেক প্রতিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:১৯ পিএম

খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে: সাবেক প্রতিমন্ত্রী

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

মিথ্যা মামলার রায় ঘোষণার আগে আবার তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। আপসহীন নেত্রী কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাননি। যখন জেলখানায় অসুস্থ হয়ে পড়েন, তখন আওয়ামী লীগ সরকার বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে একাধিকবার বাধা দিয়েছে।

বুধবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত রয়েল রিসোর্টে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সোনারগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন।

অনুষ্ঠানে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম