|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় পরকীয়ার সন্দেহে স্ত্রী মিনা বেগমকে (৩৮) ছুরিকাঘাতের পর মো. আফতাব নামে এক ব্যক্তি সদর থানায় আত্মসমর্পণ করেছেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে শহরের ঝোপগাড়ি ঈদগাহ মাঠ এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বুধবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।
এলাকাবাসী জানান, বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার আফতাব আগে দেশের বাহিরে ছিলেন। কিছুদিন আগে বাড়িতে ফিরে বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মো. আফতাব (৪৫) ও স্ত্রীর মিনার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আফতাব ক্ষিপ্ত হয়ে মিনার পাঁজরে ছুরিকাঘাত করেন। ছুরিটি পাঁজরে আটকে যায়। এ অবস্থায় প্রতিবেশীরা রক্তাক্ত মিনাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা অপারেশন করে ছুরিটি শরীর থেকে বের করেন। এরপরই আফতাব সদর থানায় গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে মো. আফতাব জানান, তার স্ত্রী মিনা বেগম পরকীয়া করেন। তাকে নিষেধ করলেও তিনি তা অগ্রাহ্য করেন। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার রাতে ঝগড়ার একপর্যায়ে তিনি স্ত্রীর পাঁজরে ছুরিকাঘাত করেছেন।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, অপারেশনের পর গৃহবধূ মিনা সুস্থ আছেন। এ ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত স্বামী আফতাবকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
