পোতাঙ্গনে নোঙ্গর করা জাহাজে ভয়াবহ আগুন
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৬ এএম
পোতাঙ্গনে নোঙর করা পুরোনো জাহাজ টানার আইপি জলযানে ভয়াবহ আগুন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পোতাঙ্গনে নোঙর করে রাখা একটি পুরোনো জাহাজ টানার আইপি জলযানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বন্দর উপজেলার নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকায় বিআইডব্লিউটিসির ৩ নম্বর পোতাঙ্গনে এ আগুন লাগে।
এতে জাহাজে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও বিআইডব্লিউটিসির ৩ নম্বর পোতাঙ্গনের নিরাপত্তাকর্মী কবির হোসেন মোল্লা জানান, রাহান এন্টারপ্রাইজের অকেজো মালবাহী জাহাজটি দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় নোঙর করে রাখা ছিল। বুধবার রাত নয়টার দিকে হঠাৎ করেই জাহাজটিতে আগুন লাগে এবং এতে এর মালামাল ভস্মীভূত হয়।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত ওই জাহাজটিতে স্থানীয় মাদকসেবীরা আস্তানা গড়ে তুলেছিল। তাদের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, রাহান নামের জাহাজ টানার আইপি জলযানটি প্রায় দুই দশক ধরে বিআইডব্লিউটিসির ৩ নম্বর পোতাঙ্গনে অকেজো অবস্থায় পড়ে আছে। বুধবার রাত ৮টার দিকে জাহাজটিতে আগুন লাগে। তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি; তবে সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

